গাজীপুর মহানগরীর দিঘিরপাড় এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিন ইউয়েন গার্মেন্টসের শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় অবরোধ। শ্রমিকরা জানান, গত আগস্ট মাসের বেতন ১০ সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল, কিন্তু মালিকপক্ষ তা পরিশোধ করেননি। এমনকি মালিকের সঙ্গে যোগাযোগ করতেও সমস্যায় পড়েছেন তারা। এতে ক্ষোভে ফেটে পড়ে কারখানাটির শত শত শ্রমিক, অবস্থান নেন মহাসড়কে। এতে বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল,দীর্ঘ সময় ধরে চলে অবরোধ । এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশ। প্রায় ঘন্টাখানেক পর পুলিশের দেওয়া আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, শিন ইউয়েন গার্মেন্টস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। মালিকপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।’
এ বিষয়ে মালিকপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারাও এ বিষয়ে কোনরকম মন্তব্য করতে রাজি হননি।

মাহাবুবুল আলম, গাজীপুর প্রতিনিধি