জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ দল থেকে অবিলম্বে পদত্যাগ করার লিখিত ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, এনসিপির কিছু সংখ্যক শীর্ষ নেতৃত্ব নিয়মিতভাবে সেনাবাহিনী ও প্রাক্তন সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য এবং শত্রুভাবাপন্ন অবস্থান নেয়। এ কারণে তিনি আর দলে থাকতে পারছেন না। তিনি বলেন, ‘একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আমি এমন প্ল্যাটফর্মে থাকতে পারি না, যেখানে সেনাবাহিনীর মর্যাদা প্রশ্নবিদ্ধ হয়। এ বিষয়ে নেতৃত্বকে একাধিকবার জানিয়েছি, কিন্তু কোনো সংশোধন হয়নি। বরং আমাকে অপপ্রচারের শিকার হতে হয়েছে।’ ওই লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করে তিনি আরও বলেন , এনসিপিতে অন্তর্ভুক্তিমূলক মানসিকতার অভাব রয়েছে। প্রবীণ বা পরিচিত মুখের বাইরে কাউকে সুযোগ দেওয়া হয় না, যা গণতান্ত্রিক চর্চার জন্য হুমকিস্বরূপ। তাই আমি সেনাবাহিনীর মর্যাদা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতি দায়বদ্ধ। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
গাজীপুর-৩ আসনে সক্রিয় এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন কি না—সেই প্রশ্নে তিনি বলেন, ‘আমি যথাসময়ে সিদ্ধান্ত নেবো ।’

মাহাবুবুল আলম, গাজীপুর প্রতিনিধি