প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

গাজীপুরে বিলুপ্ত প্রজাতির বার্মিজ পাইথন উদ্ধার

মাহাবুবুল আলম, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার পিরুজালি ময়তাপাড়া থেকে বিলুপ্ত প্রজাতির অজগর উদ্ধার করেছে বন্যপ্রাণী বিভাগ ভাওয়াল রেঞ্জের কর্মীরা। বুধবার দুপুরে স্থানীয় সূত্রে  খবর পেয়ে বন বিভাগের কর্মীরা পাইথনটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা সাপুড়ে নাজিম জানান, অজগর সাপটি মনিপুর বেলতলী এলাকার রোকন মিয়ার বাড়িতে কাঠের ভূসির ভেতর দেখতে পেয়ে তাকে খবর দেয়। পরবর্তীতে তিনি  সেখানে গিয়ে অজগর সাপটি ধরেন ।  স্থানীয় সচেতন মহল তৎক্ষনাৎ বিষয়টি   বন বিভাগের কর্মীদের জানালে  তাঁরা স্থানীয় সংবাদকর্মীদের সাথে নিয়ে সাপটিকে উদ্ধার করে।
বন বিভাগ সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি বাড়িতে অজগর সাপ পাওয়া গেছে খবর পেয়ে রাজেন্দ্রপুর ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নির্দেশনায় উপস্থিত এলাকাবাসীর সামনে অজগরটি উদ্ধার করা হয়। পরে বিকেল ৩টায় রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানে সেটি অবমুক্ত করা হয়।
ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সদর উপজেলার মনিপুরে একটি বসতবাড়ির কাঠের ভুষির ভেতর অজগর সাপ পাওয়া গেছে বলে খবর পাই। পরে বন বিভাগের স্টাফদের পাঠিয়ে সাপটি উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

প্রিন্ট করুন