প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

শ্রীপুরে শিক্ষার মানোন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ

মাহাবুবুল আলম, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে  টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।  সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। রোববার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয় সমাবেশটি,  এসময় অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়টির নানা ধরনের অভিযোগ শুনান,  বিদ্যালয় কর্তৃপক্ষ তা সমাধানের আশ্বাস দেন।
টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বশির আহমেদ কাজলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কাউসার আহমেদের পরিচালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর ইউসিসিএ (বিআরডিবির) সভাপতি সাংবাদিক এস এম মাহফুল হাসান হান্নান, শিক্ষক আবু নাসের মোল্লা, টি এম জহিরুল ইসলাম, সালমা আক্তার, আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ, অভিভাবকদের পক্ষে কবিরুল ইসলাম, মাহফুজুর রহমান, লিটন ফকির প্রমুখ। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন