সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

বকেয়া পরিশোধ না করা ও একাধিক শর্ত ভঙ্গের অভিযোগে ব্যবস্থা

নোবিপ্রবির সালাম হলে ডাইনিং পরিচালকের চুক্তি বাতিল

মো: নাঈমুর রহমান,  নোবিপ্রবি প্রতিনিধি  প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৪:৪২ পিএম
নোবিপ্রবির সালাম হলে ডাইনিং পরিচালকের চুক্তি বাতিল
নোয়ল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহীদ আবদুস সালাম হলে বিদ্যমান ডাইনিং পরিচালকের চুক্তি বাতিল করেছে হল প্রশাসন। বকেয়া পরিশোধ না করা, চুক্তির একাধিক শর্ত ভঙ্গ ও খাবারের মান নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) প্রকাশিত নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ফরিদ দেওয়ান স্বাক্ষরিত  স্মারক নং-নোবিপ্রবি/এএসএইচ/২০২৫/ ২৩০    নোটিশ  সূত্রে জানা যায়, মো. নাজমুল হোসেন (সাং: জাফর মিয়ার বাড়ি; গ্রাম: কালিরাপুর, ডাকঘর: নোয়াখালী-৩৮০০, উপজেলা: নোয়াখালী সদর; জেলা: নোয়াখালী) ২০১৪ সালের ১২ মে থেকে ২০১৬ সালের ১১ মে পর্যন্ত মেয়াদে ডাইনিং পরিচালনার জন্য চুক্তিবদ্ধ ছিলেন। পরবর্তীতে তিনি চুক্তির বিভিন্ন শর্ত লঙ্ঘন করেন।
চুক্তিপত্রের ৪, ৫, ১৯, ২৫ ও ২৭ নম্বর শর্ত অনুযায়ী জামানত, ভাড়া, অভিযোগ বাক্স সংরক্ষণ, শিশু শ্রমিক নিয়োগ না করা এবং ডাইনিং–এর পিছনের অংশের বিদ্যুৎ বিল সময়মতো পরিশোধের বিধান থাকলেও তিনি তা মানেননি। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বহিরাগত ইজারাদারদের ব্যবহৃত গ্যাস ও বিদ্যুৎ বিল নিজ দায়িত্বে পরিশোধের নিয়ম থাকলেও তিনি জুন থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত কোনো গ্যাস বিল পরিশোধ করেননি।
প্রশাসনের পক্ষ থেকে বারবার মৌখিকভাবে অবহিত করার পরও তিনি বকেয়া পরিশোধ না করায় গত ১৬ অক্টোবর তাকে সাত দিনের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সে নির্দেশনাও তিনি অমান্য করেন।
এ ছাড়া, তার বিরুদ্ধে খাবারের মান নিয়ন্ত্রণে ব্যর্থতা, খাবারের দাম বৃদ্ধি এবং অস্বাস্থ্যকর খাদ্য উপাদান (যেমন টেস্টিং সল্ট) ব্যবহারের অভিযোগেরও সত্যতা পাওয়া গেছে।
উপরোক্ত অনিয়ম ও শর্তভঙ্গের প্রেক্ষিতে চুক্তিপত্রের ৩১ নম্বর শর্ত অনুযায়ী (যেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চুক্তি বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে) হল প্রশাসন তাকে ডাইনিং পরিচালনায় “অসমর্থ” বিবেচনা করে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়।
চুক্তির ১১ নম্বর শর্তানুযায়ী, এই পত্র জারির তারিখ থেকে এক মাস পর, অর্থাৎ আগামী ২৭ নভেম্বর ২০২৫ তারিখে তিনি ডাইনিং পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন। এ সময়ের মধ্যে (২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত) তিনি নিয়মিতভাবে খাবার সরবরাহ অব্যাহত রাখবেন এবং ২১ দিনের মধ্যে সব বকেয়া পরিশোধ করবেন।
হল প্রশাসন সূত্রে জানা যায়   নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব হস্তান্তরের পূর্বে হল কর্তৃপক্ষের সরবরাহকৃত সব উপকরণ যথাযথভাবে হল অফিসে ফেরত দিতে হবে বলেও উল্লেখ করা হয় নোটিশে।

খুলনা জর্জ কোটের সামনে দুজনকে গুলি করে হত্যা

খুলনা মহানগর প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৮:১৯ পিএম
খুলনা জর্জ কোটের সামনে দুজনকে গুলি করে হত্যা

খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দিনের বেলায় সশস্ত্র হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার দুপুর প্রায় সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম। নিহতরা হলেন—ফজলে রাব্বি ওরফে রাজন এবং হাসিব হাওলাদার।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, জামিনে থাকা এই দুই ব্যক্তি সেদিন আদালতে হাজিরা শেষে ফটকের সামনে মোটরসাইকেল রেখে পাশের চায়ের দোকানে দাঁড়ান। ঠিক সেই সময় চার–পাঁচজন অস্ত্রধারী হেঁটে এসে তাঁদের লক্ষ্য করে গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে দুজন মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে আবারও হামলা চালিয়ে দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুলিবিদ্ধ হাসিবের ভাই শাকিল হাওলাদার জানান, সম্প্রতি একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন হাসিব।

খুলনা মহানগর পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার শিহাব করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

দেবীগঞ্জে গনশুনানিতে সাধারন মানুষের অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক

পঞ্চগড় প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৫:২১ পিএম
Shares14
অ- অ+
দেবীগঞ্জে গনশুনানিতে সাধারন মানুষের অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক

oppo_2

আপনি কেমন জেলা প্রশাসক চান, জেলা প্রশাসকের কাছে আপনার প্রত্যাশা কি, জেলা প্রশাসকের কাছে আপনার কি কি অভিযোগ রয়েছে তা নিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর রবিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে সকাল থেকে বিকেল পর্যন্ত এ গনশুনানি অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান গনশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গনশুনানীতে জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামানের নিকট গণশুনানি কালে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, জনপ্রতিনিধি, মিডিয়াকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উপজেলার সাধারন লোকজন উপস্থিত ছিলেন।
গনশুনানীতে তারা দেবীগঞ্জে বাস টার্মিনালের অভাব, নদী থেকে অবৈধ বালু উত্তোলন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে থাকা খাসজমি দখল করে বসত নির্মান, সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক প্রবেশ, ভারতীয় গরু পাচার করে নিয়ে আসা, উপজেলা হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক সংকট, নোংরা পরিবেশ, বিভিন্ন পাকা রাস্তার উপরে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখা, সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারি বেড়ে যাওয়া, বিভিন্ন রাস্তাঘাটের সমস্যাসহ তাদের জায়গা জমির বিভিন্ন বিষয় সমস্যা নিয়ে অভিযোগ তুলে ধরেন।
জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান তাদের প্রত্যেকের অভিযোগ শুনে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে তার সমাধানেরও আশ্বাস দিলেন। সমাধানের ব্যাপারে তিনি সহযোগিতাও করবেন বলে জানান।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্ব করেন। দেবীগঞ্জ উপজেলা প্রশাসন এ গনশুনানির আয়োজন ।
গনশুনানীতে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধর, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমীন আহসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস, উপজেলা সমবায় কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাহজাদপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মো: ইউনুছ আলী, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ  প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১:৪০ পিএম
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাহজাদপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Oplus_131072

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শাহজাদপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভার খঞ্জনদিয়া এলাকায় ড. এম. এ. মুহিতের নিজ বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শাহজাদপুর, সিরাজগঞ্জের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম. এ. মুহিত।
দোয়া মাহফিলকে ঘিরে বিকেল থেকেই বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, ওলামাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের ঢল নামে। স্থানীয় আলেমগণ মিলাদ পরিচালনা করেন এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনাও করা হয়।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. এম. এ. মুহিত বলেন,
“বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ দেশের মানুষের প্রার্থনা। তিনি জনগণের প্রিয় নেত্রী। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করছি।”
তিনি আরও বলেন,
“অসুস্থ মানুষের জন্য দোয়া করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। এই মাহফিল মানবিকতার একটি প্রকাশ।”
আয়োজনে অংশগ্রহণকারীরা জানান—
“বেগম খালেদা জিয়া আমাদের আশা, শক্তি এবং গণতন্ত্রের প্রতীক। তাঁর অসুস্থতার খবর শুনে আমরা অত্যন্ত ব্যথিত। তাঁর দ্রুত সুস্থতা কামনায় আজ আমরা সবাই একত্রিত হয়েছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন—এটাই আমাদের আন্তরিক দোয়া।”
×