শেরপুরে কলেজ ক্যাম্পাসে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার নিষিদ্ধ- প্রশংসায় কলেজ কর্তৃপক্ষ..
শেরপুর সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাসে অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রউফ ঘোষণা দিয়েছেন, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজে অ্যান্ড্রয়েড ফোন বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা সাধারণ বাটন ফোন সাথে আনতে পারবেন।
অনার্স পড়োয়া শিক্ষার্থী হাবিব হাসান সৌরভ বলেন, আমরা যখন একাদশ শ্রেণীতে পড়েছি তখন এমন নিয়ম ছিলো না। তখন আমাদের ক্লাসে বসে অনেকেই মোবাইল ফোন চালাতো এতে ক্লাসে মনোযোগী ছিলো না। এখন এই নিয়ম করাতে ক্লাসে সবাই মনোযোগী হবে।
ফাহিম বিন সিদ্দিক বলেন, কলেজে মোবাইল ফোন নিয়ে এসে ভালো দিক ব্যবহার থেকে ক্ষতির দিকটাই ব্যবহার হচ্ছে বেশি। আমাদের কলেজে এই নিয়ম করাতে আমরা স্যারদের ধন্যবাদ জানাই।
অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রউফ বলেন, “এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে মনোযোগী হবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে। আমরা চাই শিক্ষার্থীরা প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করে তাদের একাডেমিক দক্ষতা বৃদ্ধি করুক।”
কলেজ প্রশাসন জানিয়েছে, স্মার্টফোন বহন বা ব্যবহার নিয়মিত হলে তা জব্দ করা হবে, কিন্তু জরুরি যোগাযোগের জন্য বাটন ফোন ব্যবহার অনুমোদিত। এটি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মনোযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নেয়া একটি ইতিবাচক পদক্ষেপ।













