৫৪ বছরের ভুল যেন পুনরায় না হয়-আহ্বান জাকের পার্টির শামীম হায়দারের
শান্তি ও স্থিতিশীলতার আহবানে জাকের পার্টি মুন্সিগঞ্জ জেলা সদর থানার মহাকালী ইউনিয়নের জনসভা ও রেলির আয়োজন করা হয়। ২রা অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ টায় এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের জাকের পার্টির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শামীম হায়দার। প্রধান অতিথির বক্তব্যে তিনি জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ৫৪ বছরের ভুল পুনরায় না করে সকলকে জাকের পার্টির পতাকা তলে এসে আগামী সংসদ নির্বাচনে গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের ভঙ্গুর অর্থনীতি নিয়েও আলোচনা করেন। জনাব শামীম হায়দার বলেন- দেশের বার্ষিক বাজেট প্রায় ৮ লক্ষ কোটি টাকা। এটি যদি ৬৪ জেলা ও ১২টি মহানগরে আনুপাতিক হারে ভাগ করে দেয়া হয় তাহলে মুন্সিগঞ্জ জেলা পাবে ১০ হাজার কোটি টাকা। যদি ১ বছরে এই ১০ হাজার কোটি টাকা সত্যিকার অর্থে সততার সাথে জনগণের মাঝে বন্টন করা হয় তাহলে জেলার সকলের ভাগ্যের পরিবর্তন সম্ভব। এছাড়াও বলেন মুন্সিগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে জাকের পার্টির সংসদ সদস্য নির্বাচিত হলে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদী এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সল মুজাদ্দেদির নির্দেশে জনগণের টাকার হিসাব করে জনগণকে বুঝিয়ে দেয়া হবে। সেই লক্ষ্যে প্রতিটি সংসদীয় আসনে,উপজেলায় এবং ইউনিয়নে সরকারের তরফ হতে কত টাকা বরাদ্দ হয়েছে, কোন কোন প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে তা একটি ওয়েবসাইটের মাধ্যমে জনগণের সামনে পেশ করা হবে।বক্তব্য শেষে মদিনা বাজার, মহাকালী ইউনিয়নে একটি শান্তিপূর্ণ রেলি বের করা হয়।











