বকশিগঞ্জে ডাক্তারের কক্ষে রোগী নয়, ভিড় জমাচ্ছে ঔষধ কোম্পানির প্রতিনিধি
বকশিগঞ্জে গাইনি, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগে চিকিৎসা নেওয়া রোগীরা অভিযোগ করছেন, তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের চেয়ে ডাক্তারদের সময় বেশি কাটে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আলাপে।
প্রতি শুক্রবার নূর ডায়াগনস্টি এন্ড ক্লিনিকে ডাক্তার ক্যাসেলিয়া ফাতেমা রোগী দেখেন। কিন্তু দেখা গেছে, রোগীদের পরিবর্তে তার কক্ষে একাধিক ঔষধ কোম্পানির প্রতিনিধি উপস্থিত থাকেন এবং দীর্ঘ সময় আলাপচারিতায় ব্যস্ত থাকেন। ফলে রোগীরা সঠিক পরামর্শ ও চিকিৎসা পাচ্ছেন না।
রোগীরা জানাচ্ছেন, কোম্পানি প্রতিনিধিদের প্রভাবের কারণে প্রেসক্রিপশনে নির্দিষ্ট কোম্পানির ওষুধই লেখা হচ্ছে। এতে তারা নিশ্চিত নন, তারা আদৌ প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন কি না।
শুধু নূর ডায়াগনস্টিক ক্লিনিক নয়, বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য ক্লিনিক ও হাসপাতালেও ঔষধ কোম্পানির কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা রোগীদের ট্রিটমেন্ট পর্যবেক্ষণ করেন, কখনও প্রকাশ্যে, কখনও গোপনে প্রেসক্রিপশনের ছবি তুলে নেন।
স্থানীয়রা মনে করছেন, যদি হাসপাতাল ও ক্লিনিক থেকে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়, তাহলে রোগীরা সঠিক ও নির্ভরযোগ্য চিকিৎসা পাবেন।













