শতাধিক নেতাকর্মীর অভিযোগ—গণতান্ত্রিক মূল্যবোধ থেকে বিচ্যুত সংগঠন
কমিটি বাণিজ্য ও অনিয়মে ডিমলা উপজেলা গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ..
Oplus_131072
নীলফামারীর ডিমলা উপজেলায় গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খগারহাট মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম। তিনি অভিযোগ করেন, জেলা ও কেন্দ্রীয় কমিটি অনিয়ম, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও কমিটি বাণিজ্যের মাধ্যমে সংগঠনকে অকার্যকর করে তুলছে। এতে দীর্ঘদিন ধরে হতাশ ও ক্ষুব্ধ হয়ে স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে পদত্যাগের পথ বেছে নিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকসহ শতাধিক সক্রিয় নেতাকর্মী।
রেজাউল করিম তার বক্তব্যে বলেন, “কেন্দ্রীয় ও জেলা কমিটির স্বেচ্ছাচারী কার্যকলাপে আমরা অতিষ্ঠ। দল গঠনের নামে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেন চলছে। এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের আদর্শ ও লক্ষ্যবস্তুকে প্রশ্নবিদ্ধ করছে। তাই আমরা সম্মিলিতভাবে পদত্যাগ করেছি।”
সম্ভাব্য প্রভাব
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণ অধিকার পরিষদের এ ধরনের গণপদত্যাগ কেবল ডিমলা উপজেলাতেই নয়, পুরো নীলফামারী জেলায় দলটির সাংগঠনিক অবস্থান দুর্বল করে দিতে পারে। ইতিমধ্যেই তৃণমূল নেতাদের আস্থাহীনতা দলটির ভবিষ্যৎ রাজনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা দেবে।
তাদের মতে, স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা যখন কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন, তখন এটি সংগঠনের ভেতরে গভীর সংকট ও বিভাজনের ইঙ্গিত বহন করছে। এর ফলে আগামী দিনে গণ অধিকার পরিষদের রাজনীতিতে ভাঙন আরও স্পষ্ট হতে পারে।













