হাতিয়ায় ২৮ ইঞ্চিতে আটকে আছে ১৮ বছর বয়সী তৌহিদ..
দূর থেকে দেখে মনে হবে ৩ বা ৪ বছর বয়সী কোন শিশু হেঁটে আসছে। শরীরের ঘটন দেখে শারীরিক অক্ষমতা কিছুটা প্রকাশ পেলেও প্রথম দেখায় বুঝার জো নেই তার বয়স ১৮ বছর। শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক উচ্চতা থেকে বঞ্চিত হয়ে ২৮ ইঞ্চিতে আটকে আছে ১৮ বছর বয়সী নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের বাসিন্দা তৌহিদ।
২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৯ নং ওয়র্ডের ফারুক জাহেদা দম্পতির কোল জুড়ে আসে তৌহিদ। দুই ভাই ও এক বোনের মধ্যে তৌহিদ সবার ছোট। জন্মের পর থেকে সম্পূর্ণ সুস্থ থাকা তৌহিদের শারীরিক অক্ষমতা দেখা দেয় তিন বছর বয়সে। শারীরিক প্রতিবন্ধকতা দেখা দেওয়া পর স্থানীয় চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিয়েও কোন প্রকার কুলকিনারা হয়নি। পারিবারিক অসচ্ছলতা থাকায় তৌহিদকে উপজেলার বাইরে নিয়ে চিকিৎসা করানোর অবস্থা ছিল না পরিবারের।
স্থানীয়রা জানান, স্বাভাবিক উচ্চতা থেকে বঞ্চিত হয়েও তৌহিদ এলাকার সবার কাছে অনেক প্রিয়। সবাই তাকে নিয়ে খেলাধুলা আর দুষ্টমিতে মেতে থাকে। প্রতিবেশীরা একদিন না দেখলে বাড়িতে চলে যান খোঁজ নিতে। সেও খুব সহজে সবাইকে আপন করে নেয়।
তৌহিদের বাবা ওমর ফারুক জানান, তৌহিদের বয়স বর্তমানে ১৮ বছর। পরিবারের ভরণ পোষণ ও দুই সন্তানের পড়া লেখার খরচ চালিয়ে তৌহিদের চিকিৎসা চালানোর মত অবস্থা তার নেই। তাই সমাজের বৃত্তবান ও সরকারি সহযোগিতা কামনা করেছেন তিনি।
চরকিং দ: গামছাখালী দারুসসালাম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক বিদ্যালয়ে পড়ার বয়স না থাকায় আমাদের মাদ্রাসায় ভর্তি করা হয়েছে তৌহিদকে। অন্যান্য শিক্ষার্থীদের সাথে মাদ্রাসায় এসে পড়ালেখা করে তৌহিদ। তার মেধা ভালো আছে। পড়ালেখার পিছনে সময় দিলে ভবিষ্যতে সে ভালো কিছু করতে পারবে।
হাতিয়া উপজেলা নির্বহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, তৌহিদের বিষয়ে আমরা খোঁজ খবর নিয়েছি। ইতমধ্যে তার জন্য সমাজসেবা অফিসের মাধ্যমে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও তার পরিবারের পক্ষ থেকে যদি কোন আবেদন থাকে অথবা সরকারি প্রশিক্ষণের মাধ্যমে যদি তাকে স্বাবলম্ভী করা যায় আমরা সে বিষয়ে সহযোগিতা করবো।












