আগামী পাঁচদিন দেশে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা..
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বিরামহীন বৃষ্টিপাত হতে পারে। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে আবহাওয়ার চিত্রে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। সোমবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এ সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পরবর্তী চারদিনে বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকবে। অন্য বিভাগগুলোতেও মাঝে মধ্যে হালকা কিংবা মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ ঘটার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কখনো সামান্য বাড়তে পারে, আবার কখনো অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় টানা বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকবে।








