বকশীগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ
জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকাণ্ড ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। উপজেলার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শুকনা খাবার ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সহায়তা কার্যক্রমের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে ১০ জন ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিনের পাশাপাশি শুকনা খাবার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসম-উল-হুসনা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কণিকা খাতুন। একই সময়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আরও ৭ জন পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়।








